দিদার মজুমদারঃ ফেনীর ঐতিহ্যবাহী সেরা বিদ্যাপীঠ শতবর্ষের দ্বারপ্রান্তে উপনীত ফেনী সেন্ট্রাল হাই স্কুলের '৯৩ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত ২৩ অাগস্ট (ঈদুল অাজহার)পরদিন বর্ণিল অায়োজনে বিপুল উৎসাহ ও অানন্দের মধ্য দিয়ে "রজত জয়ন্তী উৎসব" পালন করা হয়।বিকাল ৪টায় অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে র্যালী ও রজত জয়ন্তী উৎসবের শুভ সূচনা করেন।এসময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নুরুল করিম মজুমদার,সাবেক প্রধান শিক্ষক ও সভাপতি জনাব কামাল হাসান চৌধুরী,বর্তমান প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম,প্রতীষ্ঠা শতবার্ষিকী উদযাপন পরিষদের অাহবায়ক কাউন্সিলর জনাব সাইফুর রহমান সাইফু,যুগ্ন অাহবায়ক জনাব শহীদ খোন্দকার,সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম,সাবেক প্রধান শিক্ষক কনাব অাবুল কালাম সামসুদ্দিন,সাবেক শিক্ষক বাবু সুজিত কুমার বসাক,বাবু মনোরঞ্জন দাস,বাবু নিখিল চন্দ্র পাল,জনাব শাহজাহান চৌধুরী, বিভিন্ন ব্যাচের প্রতিনিধিসহ '৯৩ ব্যাচের সহপাঠিগণ অংশগ্রহণ করেন।র্যালীটি স্কুলের সম্মুখ থেকে শুরু হয়ে ট্রাংক রোড়,দোয়েল চত্বর হয়ে স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। পরবর্তিতে "রজত জয়ন্তী উৎসব বাস্তবায়ন কমিটির অাহবায়ক জনাব রিয়াজ উদ্দিন রবিনের সভাপতিত্বে এবং ৭০ ব্যাচ'র জনাব জাহিদ হোসেন বাবলু ও স্মরণিকা "স্পন্দন "প্রকাশনা কমিটির অাহবায়ক জনাব অাবুল কাশেম এর সঞ্চালনায় স্কুলের মাঠে অায়োজিত অালোচনা সভায় ফেনী সদর উপজেলা চেয়ারম্যান জনাব অাবদুর রহমান বি,কম অতিথি হিসেবে বক্তব্য দেন।এছাড়াও অন্যান্যদের মধ্যে ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নুরুল করিম মজুমদার,সাবেক প্রধান শিক্ষকও সভাপতি জনাব কামাল হাসান চৌধুরী, বর্তমান প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম,সাবেক প্রধান শিক্ষক জনাব অাবুল কালাম সামসুদ্দিন, সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম,শতবার্ষিকী উদযাপন পরিষদের অাহবায়ক কাউন্সিলর জনাব সাইফুর রহমান সাইফু,যুগ্ন অাহবায়ক জনাব শহীদ খোন্দকার,৯৩ ব্যাচ'র বন্ধু ফেনী সদর উপজেলার ৬নং কালিদহ ইউনিয়নের চেয়ারম্যান জনাব দিদারুল ইসলাম,৭৭ ব্যাচ'র কৃতি ছাত্র মুন্সিরহাট অালী অাজম হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব শাহ অালম বকুল,৮৪ ব্যাচ'র জনাব জালাল হাজারী, ৮৯ ব্যাচ'র জনাব শাহাদাত হোসেন রুবেল,৯১ ব্যাচ'র জনাব তফিল উদ্দিন মামুন,৯৩ ব্যাচ'র ইফতেখার রাশেদ,৯৬ ব্যাচ'র তাজ উদ্দিন সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা শতবার্ষিকী উদযাপনের প্রস্ততিকালীন সময়ে, ৯৩ ব্যাচ'র "রজত জয়ন্তী উৎসব"অায়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভূয়শী প্রশংসা করেন।অনুষ্ঠানটি প্রতিষ্ঠা শতবার্ষিকীর প্রস্ততিতে মাইলফলক হিসেবে থাকবে বলে মনে করেন। অনুষ্ঠানে অতিথিগণ "রজত জয়ন্তী উৎসব"উপলক্ষে প্রকাশিত স্মরণিকা "স্পন্দন" এর মোড়ক উম্মোচন করেন।সদ্য প্রয়াত শিক্ষক জনাব নুরুল করিম,জনাব গিয়াস উদ্দিন,জনাব,অাব্দুল গফুর,জনাব অাব্দুল মান্নান,জনাব কাজী সফি উল্লাহ,বাবু কীর্তি জীবন পোদ্দার,বাবু মানিক চন্দ্র দাস স্মরণে এবং স্কুল প্রতিষ্ঠা থেকে শুরু অদ্যাবদি যে সকল মহান ব্যাক্তি স্কুলের উদ্যোগ,প্রতিষ্ঠা,অর্থ ও জমি দাতা,পাঠদান করেছেন তাঁদের প্রতি সন্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও ফাতেহা পাঠ করা হয়।অালোচনা সভায় উপস্থিত সকলকে অাপ্যায়ন শেষে স্কুলের ছাত্র -ছাত্রীদের পরিবেশনায় গান,অাবৃত্তি,মুকাভিনয়, ঢাকা থেকে অাগত দেশ-বিদেশে পারফর্ম করা শিল্পিদের নৃত্য পরিবেশন এবং ব্যান্ড দল এসআরবি'র পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অাকর্ষণীয় পুরস্কারের সমন্বয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্য্যাফেল ড্র পরিচালনা করেন ২০০৪ ব্যাচ'র প্রাত্তন ছাত্র দিদার মজুমদার। পরিশেষে "রজত জয়ন্তী উৎসব" বাস্তবায়ন কমিটির অাহবায়ক রিয়াজ উদ্দিন রবিন অনুষ্ঠান ও "স্পন্দন" প্রকাশনা তথা লেখা,ডাটা সংগ্রহ,বিজ্ঞাপন দাতা,কম্পোজ গ্রাফিক্স,ছবি সংগ্রহের সাথে জড়িত সকলকে এবং অনুষ্ঠানের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোমেনিল হক,৭০ ব্যাচ'র জনাব জাহিদ হোসেন বাবলু,৭৭ ব্যাচ'র শান্তি রঞ্জন চৌধুরী,স্কুল পরিচালনা পর্ষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।