ফেনীর সদর উপজেলার লেমুয়া এলাকায় বাস চাপায় অটো-রিক্সার দুই মহিলাসহ ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গরুতর আহত হয়েছে। শুক্রবার (২৪ আগস্ট) বিকেল ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার লেমুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া নামক স্থানে শ্যামলী পরিবহনের বাস চাপায় সিএনজি-অটো-রিক্সার ছয় আরোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছে। আহত হয়েছে আরো দুইজন। নিহতদের মধ্যে একজন হলেন সিএনজি ড্রাইভার রুহুল আমিন। অন্যদের নাম পরিচয় এখনো জানাযায়নি। সিএনজি-অটো-রিক্সাটি যাত্রী নিয়ে ফেনী শহর থেকে লেমুয়া যাচ্ছিল অপরদিকে শ্যামলী পরিবহনের বাসটি চট্রগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী সড়ক দুর্ঘটনায় ছয় জনের নিহতের খবর নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।