বাংলাদেশ আমার অহংকার, এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ডাকাত, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। বৃহত্তর চট্টগ্রাম ভৌগলিক ও অর্থনৈতিকভাবে দেশের একটি অতি গুরুত্বপূর্ন স্থান হওয়ায় এখানে অবৈধ অস্ত্র, সন্ত্রাস, মাদক, চোরাচালান, অপহরণ, ডাকাতি এবং অন্যান্য বিভিন্ন অপরাধ বিভিন্ন সময় সংঘটিত হচ্ছে। র্যাব ৭ এই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট রয়েছে এবং বিভিন্ন অভিযানের মাধ্যমে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গুলি, অপহরনকারী, সন্ত্রাসী, ডাকাত, জালটাকার ব্যাবসায়ী, চোরাকারবারী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আটকসহ বিপুল পরিমান ইয়াবা ও ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
ফেনী জেলার সদর থানাধীন ধর্মপুর এলাকায় ০৬ টি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত একজন অস্ত্রধারী সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম ঘটানোর উদ্দেশ্যে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এরূপ তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ আগস্ট ২০১৮ ইং তারিখ ভোর ০৪৩৫ ঘটিকার সময় র্যাব ৭ এর ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী নাছির উদ্দীন নিশান পাটোয়ারী (২৪), পিতা- জসিম উদ্দীন পাটোয়ারী প্রকাশ জসিম মিস্ত্রী, গ্রাম-জোয়ারকাছার (আমতলী পূর্ব পার্শ্বে পাটোয়ারী বাড়ি), থানা-সদর, জেলা-ফেনী কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেহ তল্লাশী করে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি বিদেশী রিভলবার, ০৫ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, নিশানের কাছে আর যে সব অস্ত্র আছে তা উদ্ধারের চেষ্টা চলছে। ছবির একটি অস্ত্র পাওয়া গেলেও অন্য অস্ত্রটি উদ্ধারের প্রচেষ্টা জারি রয়েছে।