ইয়াছির আরাফাত রুবেল :’সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’এই শ্লোগান নিয়ে রবিবার (২৯ জুলাই) ফেনীতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জয়েন উদ্দিন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপন শেষে এক বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা কাঠ ও ফার্ণিচার ব্যবসায়ী সমিতি, নার্সারী মালিক সমিতি, করাতকল মালিক সমিতির সহযোগীতায় শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে মেলায় ২৬টি স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন বৃক্ষের রকমারি গাছের চারা বিক্রয় হচ্ছে।