সোনাগাজী প্রতিনিধি ঃ সোনাগাজী উপজেলার আলমপুর গ্রামের মৃত মনোরঞ্জন শীলের পুত্র মিলন শীল (৪০)কে বিদেশ নেয়ার কথা বলে ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একই উপজেলার ভৈরব চৌধুরী হাট সুজাপুর গ্রামের আদম ব্যাপারী মানিক লাল শীল (৪৮), তার স্ত্রী কল্পনা রাণী শীল (৪৫) ও তাদের পুত্র শিমুল চন্দ্র শর্মা (২৮)। দীর্ঘ ৩ বছর পরও বিদেশ না নিলে মনিন্দ্র কুমার শীল তার পাওনা ৪ লাখ টাকা ফেরত চাইলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় উক্ত আদম ব্যাপারীগণ। পাওনা টাকা ফেরত পেতে মিলন শীল এর নিকটাত্মীয় শিশির কুমার শীল গত ১৪ জানুয়ারী ফেনীর আদালতে একটি মামলা করেন। ভুক্তভোগী পরিবার ও মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৫ মার্চ মানিক লাল শীল ও কল্পনা রাণী শীল মনিন্দ্র কুমার শীলকে বিদেশ নেয়ার প্রলোভন দেখিয়ে ২৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ¯^া¶র করিয়ে নগদ ৪ লাখ টাকা হাতিয়ে নেয় এবং টাকা নেয়ার ২ মাসের মধ্যে তাকে বিদেশ নেয়ার প্রতিশ্র“তি দেয়। বিদেশ নিতে ব্যর্থ হলে ¶তিপূরণসহ উক্ত টাকা ফেরত দিবে। কিছুদিন পর মিলন চন্দ্র শীলকে বিদেশ পাঠানোর জন্য একটি ভিসা দেন। ভিসার পাওয়ার পর মিলন ফিঙ্গার পিন দিতে ঢাকার টু স্টার ট্রাভেলস্ এর গেলে তারা উক্ত ভিসাটি ‘জাল ভিসা’ বললে মিলন ফেরত আসে এবং এ ব্যাপারে মানিক ও কল্পনাকে জিজ্ঞাসা করলে তারা কোন সদুত্তর দিতে পারেনিনি। তাই তারা তাদের পাওনা ৪ লাখ টাকা ফেরত চায়। উক্ত পাওনা টাকা দিমু দিচ্ছি বলে কাল¶েপন করেন এবং টাকা চাইলে মিলন, শিশির ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয় মানিক ও তার স্ত্রী কল্পনা রাণী। পাওনা টাকা ফেরত পেতে ফেনীর গত ১৪ জানুয়ারি ফেনীর আদালতে একটি মামলা দায়ের করেন মিলন শীলে নিকটাত্মীয় শিশির কুমার শীল। আদালত মামলাটি তদšে—র জন্য পুলিশকে নির্দেশ দেন। মামলার তদš— শেষে পুলিশ রিপোর্টের ভিত্তিতে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। বর্তমানে কল্পনা রানী শীল কারাগারে রয়েছে। সোনাগাজী থানার এসআই কাওসার প্রতারণার অভিযোগে কল্পনাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে মামলার বাদী শিশির কুমার শীলের অভিযোগ কল্পনা গ্রেফতার হওয়ায় তাকে মামলা তুলে নিতে তার পরিবারের লোকজন হুমকী ধমকী দিয়ে আসছে। বর্তমানে শিশির ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে।