ইয়াছির আরফাত রুবেল : ফেনী শহরের স্টেশন রোডে আজ ১২ জুলাই বিকাল ৪টার দিকে এক অন্তঃস্বত্ত্বা মায়ের রাস্তায় প্রসবের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় মা ও সদ্য প্রসবজাত সন্তানকে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, আজ ১২ জুলাই বিকাল ৪ টার দিকে ফেনী স্টেশন রোডে মানসিক ভারসাম্যহীন ঝর্ণা (৩০) নামে এক অন্তঃস্বত্ত্বা মা এক পুত্র সন্তানের জন্ম দেয়। এ সময় কয়েকজন পথচারী তাকে একটি রিক্সা উঠিয়ে দেন ফেনী সদর হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে যাওয়ার পর ওই রিক্সা চালক ঝর্ণাকে জরুরী বিভাগে রেখে চলে যায়। পরে স্বেচ্ছাসেবী সংগঠন উইক্যান চেঞ্জ ইয়ুথ সোসাইটি ফেনীর সদস্য মঞ্জিলা আক্তার মিমি বিষয়টি জানতে পেরে দ্রুত হাসপাতালে ছুটে যান এবং মা-ছেলে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। ঝর্ণা জানান, তার স্বামীর নাম মনির, থাকেন লাকসামের শ্রীপুর গ্রামে। তার বাবার বাড়ী, সেনবাগ। পিতা-মৃত আবুল কালাম, মাতা-রোশনা বেগম। সে আরো জানায়, তার মায়ের সাথে ফেনীতে আসেন বাজার করতে। এখন তা মা কোথায় সে জানে না। এর বাইরে সে আর কিছুই বলতে পারেন না। চিকিৎসকরা ধারণা করছেন মেয়েটি মানসিক ভারসাম্যহীন। তার আসল স্বামী ও পিতার নাম ঠিক বলছে কি না তাও বুঝা যাচ্ছে না। বর্তমানে ঝর্ণা ফেনী সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের বি-১৭ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।