দিদার মজুমদারঃ সড়ক দূর্ঘটনায় পা হারানো সোনাগাজীর বৃদ্ধ মাহমুদুল হককে হুইল চেয়ার দিয়ে পাশে দাড়িয়েছেন সময় টিভি ফেনী ব্যুরো অফিসের চিত্র সাংবাদিক জুলহাস তালুকদার। বুধবার (১১জুলাই) সকালে উপজেলার উত্তর চর মজলিশ পুর ইউনিয়নের জাফর আলী মাঝি বাড়ীতে মাহদুল হকের (৮৫) বাড়িতে হুইল চেয়ারটি পাঠানো হয়। হুইল চেয়ারটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় এই বৃদ্ধ ও তার পরিবার। স্থানীয়রা জানায়, ২৫ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার একটি পা হারায়। এর পর থেকে বাড়ীতে ও ঘরে বসেই কাটতো মাহমুদুর হকের । দিন মজুর মাহমুদুল হকের ৪ ছেলে ও এক মেয়ে তারাও নিম্নবিত্ত পরিবারে বসবাস করছেন । মামুদুল হকের নাতনি পারুল আক্তার জানান আমার দাদা এখন নিজেই হুইল চেয়ারে করে মসজিদে নামাজ পড়তে যেতে পারবে এবং এলাকার দোকানে বা পাশ্ববর্তী বাড়ীতে যাতায়াত করতে পারবেন । এ ব্যাপারে জুলহাস তালুকদারের কাছে জানতে চাইলে তিনি জানান, নেছার নামে এক স্চ্ছোসেবীর সহযোগিতা নিয়ে এই উদ্যোগ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। যদিও ব্যক্তি উদ্যোগ এসব ক্ষেত্রে যথেষ্ট নয়। তাই দেশের এই ধরনের সামজিক কাজের প্রতি উৎসাহিত হয়ে সরকার এবং জনগণকে এগিয়ে আসতে হবে ।