রোববার দুপুরে মহিপালস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাবলেট জব্দ ও তাদের আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জেসিও সুবেদার আব্দুর রহমান এর নের্তৃতে বিজিবি টহল দল ও র্যাব-৭ এর সমন্বয়ে যৌথ টহলদল এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস ফেনী শাখায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় টার্গেট ট্যাবলেট ১ লাখ ১৯ হাজার ৪শ পিস, ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট ১ লাখ ২৪ হাজার ৬শ পিস আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য দুই কোটি চুয়াল্লিশ লাখ টাকা। ভারতীয় নিষিদ্ধ ট্যাবেলট এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে বুকিং করার সময় দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ফেনীর ফুলগাজী পূর্ব দরবারপুর গ্রামের মৃত আব্দুল কাদের এর ছেলে মো. আব্দুর রহমান রিপন (২৮) ও নোয়াখালী সোনাইমুড়ি কাজী নগর গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস এর ম্যানেজার মো. কাজী নিয়ামত উল্যাহ (৬০) কে আটক করা হয় এবং ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট জব্দ করা হয়। ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ফেনীর অধিনায়ক লে. কর্ণেল মো. সহিদুর রহমান ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেটসহ দুই জনকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতরা ও জব্দকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।