শহরে রেজিষ্ট্রেশন বিহীন রিক্সা-সিএনজি চলতে পারবে না। ঘন্টার পর ঘন্টা আটকে থাকা রোগী, ব্যবসায়ী ও জনসাধারণ যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেলক্ষ্যে চলতি মাসের মধ্যে যানজট নিরসন করে তা শতভাগ সুনিশ্চিত করা হবে। আগামী ১৩ তারিখের পর থেকে আমি রাস্তায় থাকবো বলে জানিয়েছেন সাংসদ নিজাম হাজারী। শনিবার বিকেলে শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানের র্যাফেল ড্র’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন। দোকান মালিক সমিতির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম ফিরোজ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, মার্কেটের স্বত্তাধিকারী ও সুলতান এন্ড সন্সের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা গোয়েন্দা পুলিশের ওসি হারুন অর রশিদ, ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী, সুলতান এন্ড সন্সের পরিচালক ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক চৌধুরী আহমদ রিয়াদ আজিজ রাজীব। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, শহরের কলেজ রোড নিচু হওয়ার কারণে পানি জমে থাকে অতি দ্রুত নষ্ট হয়ে যায়। আগামী এক সপ্তাহের মধ্যে ওই সড়কের উন্নয়ন কাজ শুরু করা হবে। নিজাম হাজারী বলেন, মাদক নির্মূলে জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা ফেনী জেলার প্রত্যেকটি মানুষ তাতে সম্পৃক্ত থাকব। কোন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ফেনীতে যাতে কোন আস্তানা গড়ে তুলতে না পারে সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সবাই একাত্মতা প্রকাশ করে ফেনী থেকে মাদক সমূলে উৎখাত করতে হবে। মাদকসেবী বা মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে কোনভাবেই সম্পৃক্ত থাকতে পারবে না। আমি সন্ত্রাস ও মাদক ফেনীতে দেখতে চাই না। অতীতের বদনাম ঘুচিয়ে বর্তমান সময়ে ফেনী অনেক এগিয়ে সমৃদ্ধ একটি জেলা হিসেবে গড়ে উঠছে। আগামী নির্বাচনে ফেনীর তিনটি আসনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে তিনি ফেনীবাসীর কাছে দোয়া চান। সভা শেষে সবার উপস্থিতিতে স্বচ্ছভাবে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র শেষে স্থানীয় শিল্পীরা এক