পানিবন্দি হয়ে পড়েছে বিশ হাজার মানুষ। আশঙ্কা রয়েছে আরো একাধিক গ্রাম প্লাবিত হওয়ার। চলতি মাসে ১৩ তারিখ মুহুরী ও কহুয়া নদীর ১৪টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩৮টি গ্রাম প্লাবিত হয়। পানি নেমে যাওয়ার পরও বাঁধগুলো সংস্কার না করায় গতরাতে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বেড়ে আবারো গ্রামগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। রোববার রাতে ভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বিপদ সিমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গ্রামগুলো প্লাবিত হয়েছে। সোমবার ভোর থেকে ভাঙ্গা বাাঁধগুলো দিয়ে পানি ঢোকা শুরু হয়েছে। এতে পরশুরাম উপজেলার দূর্গাপুর, রামপুর, রতনপুর, চিথলিয়া, জয়পুর, ঘনিয়ামোড়া, সাতকুচিয়া, নোয়াপুর, অলোকা, শালধর, কুন্ডেরপাড়, মালিপাথর ও নীললক্ষিসহ অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়।