![সোনাগাজীর চরখোয়াজে বৃদ্ধকে পিটিয়ে হত্যা সোনাগাজীর চরখোয়াজে বৃদ্ধকে পিটিয়ে হত্যা](http://hawkars.com/uploads/images/35853404_2231070753574332_977237164444090368_n.jpg)
সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজে আলী আহাম্মদ (৮০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃদ্ধের মালিকীয় দখলীয় জমিতে জোরপূর্বক ঘরনির্মাণ করতে গেলে বৃদ্ধ বাধা দেয়। এসময় সন্ত্রাসিরা তাকে পিটিয়ে হত্যা করে। রমজানেও ওই পরিবারের ২জনকে কুপিয়ে গুরুতর আহত করেছিল সন্ত্রাসীরা। পুলিশ সুপারের হস্তক্ষেপে মামলা হলেও আসামি গ্রেফতার না হওয়ায় এঘটনার পূনরাবৃত্তি বলে জানিয়েছেন নিহতের ছেলে সংবাদকর্মী ও শিক্ষক এমডি মোশাররফ।