দিদার মজুমদারঃ অভাবের সংসার সংগ্রামে দুই ভাই হকার ব্যবসা করে চালাচ্ছেন পরিবার।বাবার মৃত্যুর পর মামারাই পরিবারটির চালিয়েছেন দির্ঘ্যদিন।এখন আমরাই রোজকার করে খাই,মামারা আর কত করবেন আমরা বড় হয়েছি না বলে জানালো ফেনী মডেল হাই স্কুলের ৮ম শ্রেনী পড়ুয়া ১৩ বছর বয়সী কিশোর বালক মোঃ ইস্রাফিল। মরনব্যাধি ক্যান্সারে বাবার মৃত্যুর পর সংসারের খরচাপাতি মামারা চালালেও এরপর হাল ধরেন বড় ছেলে ফেনী মডেল কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র আমিরুল আজম।সে ১০ম শ্রেনী পড়া অবস্থায় এই পেশায় যুক্ত হন এবং বড় ভাইয়ের ব্যবসার সংগ্যে ছোট ভাইও হকার ব্যবসায় যুক্ত হয় মাত্র দেড় বছর আগে।সে এই পেশায় যুক্ত হবার পর বড় ভাই হকার ছেড়ে দিয়ে শুরু করে পাইকারী ব্যবসা।তাদের দুই ভাইয়ের রোজকারে চলছে তাদের পড়াশুনার খরচ ও সংসার সংগ্রাম।৮ম শ্রেনীতে পড়ে এই হকার ব্যবসা চালাতে তোমার সমস্যা হয় কিনা জানতে চাইলে ইস্রাফিল জানায় প্রথম প্রথম অন্যরকম লাগত কিন্তু পরে ঠিক হয়ে গেছে,আমার স্কুল সহপাঠীদের সামনেও পড়েছি বহুবার এখন আর এসব কাজ করে না।ব্যবসা চালাতে গিয়ে পড়াশুনার একটু অসুবিধে তো হয়,শরির ক্লান্ত হয়ে যায় কিন্তু কি করা পড়াশুনার খরচ তো এখান থেকেই তো আসে।আজ বিকেলে ফেনী রাঝাঝির দিঘীর পশ্চিম পাড়ে ফেনী কোর্ট মসজিদের পাশে ব্যবসার উদ্দ্যেশে বসলে স্বাক্ষাতে এসব তর্থ্য মিলে।