ফেনীতে মাদকের বিরুদ্ধে সরকারের চলমান যুদ্ধের অংশ হিসেবে আজ ( ২৯ মে, ২০১৮) দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এসময় সোনাগাজী উপজেলার চরগণেশ গ্রামের পান্ডব বাড়িতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় জাহাংগীর আলম প্রকাশ হেলাল উদ্দিনকে (৩৫)। হেলাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত মাদক ব্যবসায়ীর দুইটি তালিকার তালিকার মাদক ব্যবসায়ী ( ক্রমিক ৪ ও ৭)। আদালত হেলালকে দুই (২) বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।
হেলালের পিতার নাম মৃত: আহসান উল্ল্যাহ। অভিযান পরিচালনা করা হয় দক্ষিণ ধলিয়া গ্রামে। ইয়াবা ব্যবহারের সরঞ্জাম ও ইয়াবা ব্যবহারের অবশেষ পাওয়ায় মাবুল হক (৪০) কে দুই (২) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওমর কুমার সেন ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।