সোনাগাজীতে নজরুল ইসলাম (৩৫) নামে এক ভুয়া চক্ষু চিকিৎসক কে এক মাসের বিনাশ্রাম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক নজরুল ইসলাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারাব গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। সে ফেনী আল আহাদ চক্ষু হাসপাতালের পিয়ন হিসেবে কর্মরত ছিল। ওই হাসপাতাল থেকে আটককৃত সাজাপ্রাপ্ত ভুয়া চক্ষু চিকিৎসক জাকারিয়া ভূঞার চেম্বারে সোনাগাজীর নূপুর ফার্মেসীতে রোগী দেখতে তিনিই তাকে পাঠিয়েছিলেন। তাই গত কয়েক দিন যাবৎ তিনি ওই চেম্বারে রোগী দেখে আসছেন। নজরুল যে মেশিন দিয়ে চক্ষু দেখছিল, সে মেশিনের মধ্যেও কোন ব্যটারী ছিলনা। মঙ্গলবার সকালে সোনাগাজী বাজারের নূপুর ফার্মেসীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান তাকে এ দন্ডাদেশ দেন। এসময় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।