রমজানে মাংসের বাজার স্থিতিশীল রাখতে প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌরসভা গরু ও খাসির মাংসের মূল্য নির্ধারণ করে দিয়েছে। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী মানছেন না মূল্যের এই সিলিং। আজ সোমবার দুপুরে মাংসের প্রকৃত বাজারমূল্য পরীক্ষা করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ফেনী শহরের পৌর হকার্স মার্কেটে। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় একজন স্যানিটারি ইন্সপেক্টর অভিযানের আগেই ছদ্মবেশে হাড়সহ ও হাড়ছাড়া গরুর মাংস এবং খাসির মাংস মাংস বাজার হয়ে ক্রয় করেন। ম্যাজিস্ট্রেট সোহেল রানা যখন জিজ্ঞেস করেন তখন ঐ তিন দোকানি পৌরসভার নির্ধারিত দামের কথায় বলেন। কিন্তু ছদ্মবেশী স্যানিটারি ইন্সপেক্টর হাজির হওয়ার পর পালটে যায় দুই দোকানির চেহারা। দেখা যায় মো: রনি নামে একজন ব্যবসায়ী ১ কেজি খাসির মাংস ৭৫০ টাকায় বিক্রি করেন।
অথচ দোকানের কাছে সংরক্ষিত মূল্য তালিকায় দেখা যায় এর মূল্য ৬৮০ টাকা। রনি ( ২৫) কে ১৫ হাজার টাকা টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। আর এক ব্যবসায়ী হাড্ডিছাড়া ১ কেজি মাংস ৬০০ টাকায় বিক্রি করেন। অথচ দোকানির কাছে সংরক্ষিত মূল্য তালিকায় দেখা যায় এর মূল্য ৫৭৫ টাকা। আদালত মো: শাহজাহানকে (২৫) কে ৯ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।