ফেনীতে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে মো:ফারুক (৩৫)নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে ।মঙ্গলবার (২২ মে)রাত ১১ টার দিকে শহরের কালিপালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র্যাব ২২ হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড কার্তুজ উদ্বার করে। নিহত ফারুক চট্টগ্রামের চন্দনাঈশ এলাকার অলি আহাম্মদের ছেলে। র্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম পিপিএম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চট্টগ্রাম থেকে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করে প্রাইভেটকার যোগে ঢাকা যাচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে র্যাব শহরের দাউদপোল এলাকা চেক পোষ্ট স্থাপন করে। এসময় মাদক ব্যবসায়ী ফারুক চেক পোষ্ট ভেঙ্গে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় র্যাবের সাথে গোলাগুলির ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে ফারুক গুলিবিদ্ধ হয়। পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে নিহতের গাড়ি তল্লাশি করে র্যাব ২২ হাজার পিস ইয়াবা,একটি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড কার্তুজ উদ্বার করে। ফেনী র্যাব-৭এর অধিনায়ক আরো জানান, সে বড় মাদক সম্রাট। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। বর্তমানে নিহতের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে আছে। এরআগে একই দিন (মঙ্গলবার ২২ মে)ভোরে ফেনীর লেমুয়া এলাকায় মঞ্জুরুল আলম মঞ্জু (৪৯) নামের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত অপর এক মাদক ব্যবসায়ী র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়।