ইয়াছির আরাফাত রুবেল>>> মহান মে দিবস ও শ্রম দিবস উপলক্ষে ফেনীবাসী’র ব্যানারে আয়োজিত গরীবিয়ানা অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানবতার কল্যাণে সেচ্ছাশ্রমের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছেন ফটো সাংবাদিক দুলাল তালুকদার। দীর্ঘদিন থেকে ফেনীর অবহেলিত মানুষ ও তাদের কল্যাণে নিবেদিত ভাবে কাজ করে আসছেন এ ফটো সাংবাদিক। এ কাজের স্বীকৃতি স্বরূপ তাকে সম্মাননা প্রদান করে ফেনীবাসী। মঙ্গলবার দুপুরে ফেনী সরকারি পাইলট প্রাইমারী বিদ্যালয় ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়। সম্মাননা স্মারকে লিখা ছিল ‘অবহেলিত মুক্তিযোদ্ধা, দুস্থ অসহায় মানুষের কল্যানে স্বেচ্ছাশ্রমের স্বীকৃতি স্বরূপ জনাব দুলাল তালুকদারকে সম্মাননা প্রদান করা হইল।’ তবে এ সম্মাননা সকল মানবতাবাদীদের উৎসর্গ করেছেন তিনি। সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, যখনই দেখেছি মানবতার হাহাকার, তখন নিজের সর্বোচ্চটুকু দিয়ে পাশে থাকতে চেয়েছি দুঃখী মানুষগুলোর। কখোনো পদক কিংবা সম্মাননার পাওয়ার আশা করিনি। তবুও কাছের মানুষগুলো সম্মানিত করলে তা ফিরিয়ে দিতে পারিনা। এই স্মারকের জন্য আমি ঠিকই গৌরব বোধ করছি । কিন্তু আমি এই স্মারক ফেনীতে নিবেদিত সকল মানবতাবাদী মানুষদের উৎসর্গ করলাম।