নিজস্ব প্রতিনিধি
ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর ব্যবহৃত গাড়ি ভাংচুর এবং দুটি এস্কেভেটর মেশিনে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল সোমবার (৩০ এপ্রিল) দুপুরে মামলা হয়েছে। ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর আট অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করে সাংসদের পক্ষে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন তার এপিএস জামশেদ আলম রুবেল।
মামলায় উপজেলার আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদ এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খোন্দকার সহ অজ্ঞাতনামা ৩৩ জনকে আসামী করা হয়েছে।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনাগাজীর মুহুরী সেচ প্রকল্প এলাকায় ফেনী-৩ আসনের সাংসদ হাজী রহিম উল্যাহর ব্যবহৃত গাড়ি ভাঙচুর, তার মালিকীয় দুটি এস্কেভেটরে অগ্নিসংযোগ ও ফাঁকা গুলি করেছে দুর্বৃত্তরা।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।