ইয়াছির আরাফাত রুবেল “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ”-এই প্রতিপাদ্য নিয়ে ফেনীতে সভা-শোভাযাত্রাসহ নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে ফেনী জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে জেলা জজ আদালত প্রঙ্গনে আলোচনা সভা ও সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গনে সেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপন ও লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা আইনগত সহায়তা প্রধান সংস্থা, জেলা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আমিনুল হক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনীর মুখ্য বিচারিক হাকিম মো. মশিউর রহমান খান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, সহকারী পুলিশ সুপার নিশান চাকমা, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাফেজ আহমদ ও সাধারণ সম্পাদক শামছুল হুদা, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম প্রমুখ।