বিশেষ প্রতিনিধি : সোনাগাজীতে বিএসটিআই এর অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বিপণনের দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন আহমেদ পৌরসভার ৪নং ওয়ার্ড তুলাতলী গ্রামে পানি উৎপাদন কারখানায় অভিযান চালান। এসময় বিএসটিআই লাইসেন্স ছাড়া পানি বিপননের দায়ে প্রতিষ্ঠানের কর্মচারী গিয়াস উদ্দিনকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন আহমেদ ২০ হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।