শহর প্রতিনিধিঃ দিদার মজুমদার ফেনীতে দৈনিক অজেয় বাংলা পত্রিকার নিজ কার্যালয়ে শনিবার বিকালে সাহিত্য পিপাসুদের প্ল্যাটফর্ম দখিনা হাওয়া অনুষ্ঠিত হয়। প্রথম আড্ডা যখনি বসে পড়ন্ত বিকেলে আকাশে বৈশাখী মেঘ জমে কালো বিবর্ণ রূপ নেয় তবুও সকলের উপস্থিতিতে আড্ডা মুখরিত হয়ে উঠে। এরই সাথে আনন্দমাত্রা যোগ দেয় ঝুম ঝুম বৃষ্টির তালে ছন্দ তোলে। দৈনিক অজেয় বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক নুরুল আমিন হৃদয়ের পরিকল্পনা ও সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাসস সিনিয়র সাব-এডিটর সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানভীর আলাদিন, কবি বিপ্রতীপ অপু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট রাশেদ মাযহার, ডিবিসি ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক অজেয় বাংলা সম্পাদক ও বিটিভির ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, কবি ইকবাল চৌধুরী, কবি পুলক বিশ্বাস, কবি আকাশ আজিজ, নজরুল একাডেমী ফেনীর সভাপতি ফখরুদ্দীন আলী আহমেদ তিতু, সংগঠক শাহ আলম, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঞা, ইন্ডিপেনন্ডেট টিভির ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, ভোরের কাগজ পাঠক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি লেখক কাজী সেলিম উদ্দিন, কবি রিমুল মিয়াজী, দৈনিক যায় যায় দিন ফুলগাজী প্রতিনিধি সাহাব উদ্দিন, সাপ্তাহিক হকার্স শহর প্রতিনিধি দিদার মজুমদার,ক্রাইম পেট্রোল নিউজ সোনাগাজী প্রতিনিধি মোঃ হানিফ গাজী,প্রথম আলো বন্ধুসভা ফেনীর সাবেক সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব, প্রথম আলো বন্ধুসভার সভাপতি অমিত মজমুদার, সাবেক সাধারণ সম্পাদক মাখজাম হায়দার মিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নোবেল, চ্যানেল আইয়ের চিত্র সাংবাদিক দুলাল তালুকদার, সময় টিভির ক্যামরাপার্সন মীর হোসেন রাসেল, বিজয় নাথ, সাবিনা ইয়াসমিন, রেহানা ইয়াসমিন, প্রমুখ। সময় গড়াতে গড়াতে কবিতা, গান, পুঁথি পাঠ ও কৌতুকে আড্ডা জমে উঠে। শেষে আকর্ষণীয় র্যাফেল-ড্র এর মধ্য দিয়ে জাঁকজমক এক আড্ডা