ফেনী: ফেনীতে উদ্বোধন হয়েছে 'এনা মিডিয়া ক্রিকেট কাপে'র উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫মার্চ) সকালে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা পরিষদ সদস্য আক্তার হোসেন স্বপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন আজিজ আহমেদ চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃনন্দ। এনা মিডিয়া ক্রিকেট কাপে জেলায় কর্মরত সাংবাদিকরা ৮ টি দলে বিভক্ত হয়ে অংশ গ্রহন করছে।