লোকমান বিএসসিঃ ফুলগাজীর জিএমহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে। রবিবার রাত আনুমানিক ২:৩০ মিঃ সময়ে আগুন লেগে জিএম হাট বাজার মেইন রোডে অবস্থিত ৭ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ফুলগাজী ফাযার সার্ভিস কর্তৃপক্ষ। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে হাশেম ও মহি উদ্দিনের ফার্মেসি, জাহঈীরের সারও কীটনাশক দোকান, সাহব উদ্দিনের ইলেকট্রিক দোকান, আইয়ুব চৌধুরীর চা দোকান । আবদুর রউপের দোকান আংশিক পুড়লেও সকল মালামাল নষ্ট হয়ে গেছে।খবর পেয়ে ফুলগাজী ফায়ার সার্ভিস ঘটানাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ফুলগাজী ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম মোল্লা জানান রাত ২টা ৫০ মিনিটের সময় স্থানীয় এলাকাবাসী ও ফুলগাজী থানা প্রশাসনেরর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আগুনর বাজারের ৭ টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে এবং এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা করেন তারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম ও ফুলগাজী থানা পুলিশ। তারা সেখানে আগুন নিয়ন্ত্রনে আসা পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং ক্ষতিগ্রস্তদের খবরাখবর নেন। ফুলগাজী থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান অগ্নিকান্ডের বিষয়টি প্রথমে থানা থেকে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয় এবং পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়।