র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল ওইদিন রাত আড়াইটার দিকে র্যাব সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন মুহুরীগঞ্জ ইকবাল এন্ড সন্স সিএনজি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। গাড়ি তল্লাশীর সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক না থামিয়ে দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব ধাওয়া করলে কিছুদূর গিয়ে ট্রাক রেখে পালানোর সময় চট্টগ্রামের পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা কাঠগড় ধুমপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে মো: ইসহাককে (৫১) গ্রেফতার করা হয়। র্যাব ট্রাকটি তল্লাশী করে ৫ লাখ ২৭ হাজার টাকা মূল্যের ৩শ ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এসময় ট্রাকটি (সিলেট-ড-১১-১৫৮৮) জব্দ করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বিদেশী মদ সহ একজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
ছাগলনাইয়া প্রতিনিধি >>ছাগলনাইয়া উপজেলার নতুন মুহুরীগঞ্জ ইকবাল এন্ড সন্স সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে ৩শ ৬ বোতল বিদেশী মদ একজনকে রবিবার গভীর রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)।