মোতাহের হোসেন ইমরান : সোনাগাজী পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের ৩০ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৬৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) বিকেলে সোনাগাজী পৌর চত্তরে মেয়র এড. রফিকুল ইসলাম খোকন এ বাজেট ঘোষণা করেন।বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৩০ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৬৭৩ টাকার এর মধ্যে উন্নয়ন আয় ধরা হয়েছে ২৫ কোটি ৯০ লাখ টাকা এবং রাজস্ব আয় ধরা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৬৭৩ টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৮৫ লাখ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৮৯ লাখ টাকা। বাজেটে ৪৮ লাখ ৪৩ হাজার ৬৭৩ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। এ উপলক্ষ্যে পৌরসভা প্রাঙ্গনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার বিকালে পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আ'লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ'লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি ফয়েজুল কবির, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান, সহকারি পুলিশ সুপার সার্কেল জুনায়েদ কাউছার, সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির এবং জেলা আ'লীগের সদস্য মো. রুহুল আমিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন চৌধুরী, সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন এবং সোনাগাজী পৌরসভার প্যানেল মেয়র শেখ কলিম উল্যাহ রয়েল। এ ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মো. ফারুক হোসেন, নাছির উদ্দিন ভূঁইয়া আরিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ভূট্টো, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ পৌর কাউন্সিলর বৃন্দ। সোনাগাজী পৌর এলাকায় চলতি বছরে পিএসসি, ইবতেদায়ী, জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিমে ৩৯৫জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।