লোকমান বিএসসিঃ ফুলগাজীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটেছে।এতে ছাত্রলীগ নেতাসহ ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার দুপুরে ফুলগাজী মডেল পাইলট হাইস্কুল মাঠে ৪৬ তম গ্রীষ্মকালীন আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা শুরুর পূর্বে এ ঘটনা ঘটে। এদিকে ফুলগাজীতে হামলার ঘটনার প্রতিবাদে উপজেলার পুরাতন মুন্সীরহাট বাজারে ফেনী-পরশুরাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় শিক্ষার্থীরা। মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শরিফ মিয়াজী জানান রবিবার ফুলগাজী উপজেলা আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগীতার সেমি ফাইনালে ফুলগাজী মডেল পাইলট হাইস্কুল ও মুন্সীরহাট আলী আজম হাইস্কুল মোকাবিলা করার কথা ছিল। খেলায় নিরাপত্তার অভাব বোধ করে তার খেলোয়াড়রা মাঠে নামতে অস্বিকৃতি জানালে ফুলগাজী দলের সমর্থকরা মুন্সীরহাট দলের খেলোয়াড় ও সমর্থকদের উপর হামলা চালায়। এতে মুন্সীরহাট দলের ৪ জন আহত হন। এ ঘটনা জানাজানি হলে উপজেলার পুরাতন মুন্সীরহাট বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মুন্সীরহাট দলের সমর্থকরা। বিক্ষোভ শেষে শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে জড় হয়। পুলিশ সেখানে তাদেরকে শান্ত করার চেষ্টা করে এবং কয়েকজনের বক্তব্য শুনেন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম ও উপজেলা নির্বাহি অফিসার কিসিঞ্জার চাকমা সেখানে যান। এসময় বিক্ষোভ কারীরা প্রতিবাদ জানাতে গেলে উত্তেজনা চড়িয়ে পড়ে। সেখানে দরবারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন প্রতিপক্ষের হামলায় আহত হন। পরে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পরিস্থিতি নিয়ে আলী আজম স্কুল কক্ষে প্রশাসন ও জনপ্রতিনিধি ও শিক্ষকরা সহ এক রুদ্ধদ্বার বৈঠকে বসে। বৈঠকে ফুলগাজীতে খেলোয়াড় ও সমর্থকদের উপর হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের সিদ্বান্ত হয়। পরবর্তিতে বৈঠকের সীদ্বান্ত সমূহ কলেজের মাঠে অপেক্ষমান বিক্ষোভকারী ও উৎসুক জনতাকে জানিয়ে দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, নির্বাহি অফিসার (ইউএনও) কিসিঞ্জার চাকমা, ফুলগাজী থানা অফিসার ইন চার্জ এমএম মোর্শেদ পিপিএম, অধ্যক্ষ শাহ আলম, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার ও ছাত্রলীগ নেতা রিপন প্রমুখ।