নিজস্ব প্রতিনিধি>> ফেনীর পরশুরামে ডাকাতি করে পালিয়ে যাবার সময় এক গ্রাম পুলিশসহ ৪ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার গভীর রাতে দক্ষিন টেটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যপারে মঙ্গলবার সকালে গৃহকর্তা মহিউদ্দিন রবি বাদী হয়ে পরশুরাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন, স্থানীয় গ্রাম পুলিশ সদস্য আবদুর রউপ (৪৫), সাইফুল ইসলাম (২৬), মো ইছমাইল (২৮) ওমনির হোসেন (২৪) ।
ভুক্তভোগী মহিউদ্দিন রবি নিজেই জানান, তিনি বাজার কমিটির সাধারন স¤পাদক । ডাকাতরা তার ঘরের দরজা ভেঙ্গে আলমারীতে রক্ষিত নগদ ৩ লাখ ৭৮ হাজার টাকা,আড়াই ভরি সোনা, একটি ল্যাপটপ, মোবাইল সেট সহ মুল্যবান সামগ্রী নিয়ে যায়। এ সময় প্রতিবাদ করলে গৃহকর্তাকে অস্ত্রদিয়ে আঘাত করে আহত করে।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এসে ৪ জনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে