_24-7-17.jpg)
নিজস্ব প্রতিনিধি>> দুই হাজার বোতল ফেন্সিডিল, ৪০ হাজার পিচ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র্যাব । এসময় মাদক ব্যবসায়ীদের ব্যহৃতএকটি ট্রাক ও মোটর সাইকেল জব্দ করা হয়। সোমবার বিকালে চট্রগ্রাম ও সিতাকুন্ডে পৃথক অভিযান ওই মাদক উদ্ধার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক উপ-পরিচালস্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন ডিটি রোড, কদমতলী রাহাত সেন্টারের সামনে শাহী বিরানী হাউসের বিপরীত পাশে পাকা রাস্তার উপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান চালায় র্যাব। এ সময় কুমিল¬া হতে চট্টগামগামী ১টি ট্রাকে (চট্ট-মেট্ট্রো-ড-১১-২৬৩৯) তল্লাশি চালিয়ে ১৩টি পানিপূর্ণ প্লাষ্টিকের ড্রামের ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ২,০০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । এসময় মোঃ জাকির, মোঃ জাহিদুল ইসলাম @ জাহিদ (২১), তারেক হোসেন (১৯)কে আটক করে ।
পরে চট্টগ্রাম মহানগরীর ভাটিয়ারির উত্তর বাজার এলাকায় মিককো ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে মোটর সাইকেলের (ঢাকা মেট্ট্রো-ল-২৫-৩৯২০) তেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময়
মোঃ আব্দুল হক নোমান (৩৫) , মোঃ শাকিল হাসান (১৯) কে আটক করে । উদ্ধারকৃত ইয়াবা এবং ফেন্সিডিলের আনুমানিক মূল্য ০২ কোটি ১৬ লক্ষ টাকা।