লোকমান বিএসসি পরশুরামে সিলোনিয়া নদীর পাড়ে ভাঙ্গনে একাধিক গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। অপর দিকে ফুলগাজীতে মুহুরী নদীর পানি বিপদ সীমার ৪৭ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (সন্ধ্যা ৬ টা)। জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী কহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেন। পরশুরামের সুবার বাজারের উত্তর পাশে সিলোনিয়া নদীর পাড় ভেঙ্গে বন্যার পানিতে মনিপুরসহ কয়েক গ্রাম প্লাবিত হয়েছে। আজ বিকালে পানির চাপে নদীর বেড়িবাঁধ ভেঙ্গে পড়ে।মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ভুট্টো ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। এদিকে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী কহিনুর আলম বিকালে ফুলগাজীর মুহুরি ও কহুয়া নদীর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি এই প্রতিনিধিকে জানান সন্ধ্যা ৬ টার দিকে মুহরি নদীর পানি বিপদ সীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাতের মধ্যে এর পরিমান আরো বাড়তে পারে। তবে পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।