নিজস্ব প্রতিনিধি, ২০ জুলাই : ফেনীতে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্র নুরুল হুদা মজুমদার(২৭) নিহত হয়েছে। বৃহস্প্রতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ফেনীর গুদাম কোয়াটার
সড়ক ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহত নুরুল হুদা মজুমদার জার্মানে একটি ইউনির্ভাসিটি পড়া লিখা করে । তার পিতার নাম কবির আহম্মদ । সে ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর ইউনিয়নের জোয়ার দিঘী গ্রামের অধিবাসী ।
রেলওয়ে পুলিশের এসআই আরব আলী জানান, নুরুল হুদা মজুমদার ব্যাটারী চালিত একটি টমটমের যাত্রী ছিল। টমটমটি রেল লাইনের উপর উঠে বিকল হয়ে যায়। এতে টমটমের পাঁচ যাত্রী দ্রুত নেমে গেলেও নুরুল হুদা নামতে ব্যর্থ হয়। এ সময় ট্রেন এসে ধাক্কা দিলে কাটা পড়ে ঘটনা স্থালেই সে নিহত হয় । নিহত নুরুল হুদা মজুমদার জার্মানে একটি ইউনির্ভাসিটি পড়া লিখা করে । সে রোজা ঈদে বাড়ি এসেছিল কিছুদিন পর আবার জার্মান চলে যাবার কথা ছিল ।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।