![৯৯ বছর পর সোনাগাজী ইসলামিয়া ফাজিল(ডিগ্রী ) মাদ্রাসায় নবীনদের বরণ অনুষ্ঠান ৯৯ বছর পর সোনাগাজী ইসলামিয়া ফাজিল(ডিগ্রী ) মাদ্রাসায় নবীনদের বরণ অনুষ্ঠান](http://hawkars.com/uploads/images/20216280_1816997338315011_527247979_o.jpg)
মোতাহের হোসেন ইমরান : প্রতিষ্ঠার ৯৯ বছর পর সোনাগাজী ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আজ মঙ্গলবার সকালে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলাহ, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, সাবেক মুহাদ্দিস মনির আহম্মদ, আরবী প্রভাষক মাওলানা হোসাইন হোসাইন, মাওলানা আবুল কাসেম,ইতিহাস প্রভাষক আবু সুফিয়ান,ইংরেজী প্রভাষক আবছার উদ্দিন, সিনিয়র শিক্ষক বেলায়েত হোসাইন বিএসি, খাজা নাজিম উদ্দিন প্রমুখ।