সোনাগাজীর জলদস্যূ কালাম বাহিনীর প্রধান ল্যাংড়া কালাম র্যাবের সঙ্গে কথিত বন্ধুক যুদ্ধে চট্টগ্রাম নগরীর টাইগার পাস পলোগ্রাউন্ড এলাকায় মঙ্গলবার রাতে নিহত হয়েছে। নিহত ল্যাংড়া কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বলে জানিয়েছে র্যাব। র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, গভীর রাতে র্যাবের একটি টহল দল পোলোগ্রাউন্ড এলাকায় গেলে জলদস্যূ কালাম বাহিনীর প্রধান ল্যাংড়া কালামের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।