
মোতাহের হোসেন ইমরান : সোনাগাজী পৌরসভার উন্নয়নে যুক্ত হলো ৩টি নতুন গাড়ি। বেলারুশ থেকে আমদানীকৃত প্রায় ১ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে একটি পিক-আপ, একটি স্কেভেটর ও একটি রোড রোলার গাড়ি বরাদ্দ দেয়া হয়। মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সার্বিক সহযোগিতায় এ গাড়িগুলো বরাদ্দ পেয়েছেন। তাই তিনি সোনাগাজী পৌরবসীর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেয়র খোকনের নিকট গাড়িগুলো হস্তান্তর করেন।