রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ ... ঠিক এভাবেই রমজান মাস শেষে চলে এসেছে মুসলমানদের সব থেকে বড় উৎসব ঈদুল ফিতর।
রোববার সন্ধ্যায় দেশের পশ্চিমাকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। তাই আজ সোমবার সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রমজানের এক মাস সিয়াম সাধনা শেষে শাওয়ালের চাঁদ ঘরে ঘরে এনে দিয়েছে ঈদের খুশির জোয়ার।
ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আজ একসঙ্গে নামাজ আদায় করতে শিশু থেকে বৃদ্ধ, সবাই শামিল হবেন ঈদগাহ ময়দানে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দুনিয়া-আখেরাত এবং দেশ-জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করবেন। এরপর সবাই কোলাকুলি করবেন।
ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আজ একসঙ্গে নামাজ আদায় করতে শিশু থেকে বৃদ্ধ, সবাই শামিল হবেন ঈদগাহ ময়দানে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দুনিয়া-আখেরাত এবং দেশ-জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করবেন। এরপর সবাই কোলাকুলি করবেন।
প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনে শত ভোগান্তি উপেক্ষা করে এই উৎসবে বাড়ি ছুটে গেছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। দেশে ফিরে এসেছেন প্রবাসীরাও।
চলছে ফিরনি-সেমাই রান্নার আয়োজন, স্বজনদের দাওয়াত দেওয়ার পর্ব।