মোতাহের হোসেন ইমরান : ‘সমৃদ্ধ সোনাগাজী একটি নাম, একটি শ্লোগান। হাতে-হাত রেখে সামনে এগিয়ে যাওয়া, প্রতিদানহীন আন্তরিক প্রচেষ্টা।’ সমৃদ্ধ সোনাগাজীর আয়োজনে ১৩ জুন বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে ঢাকাস্থ সোনাগাজী উপজেলাবাসীরা অংশগ্রহণ করেন। প্রশাসনিক ব্যক্তি, মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর কর্মকর্তা, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, ব্যংকার, রাজনীতিবিদ, চাকুরীজীবি, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৭’শ লোকের উপস্থিতিতে ইফতার মাহফিল সোনাগাজীবাসীর মিলন মেলায় পরিণত হয়। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অনারারী সেক্রেটারী প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী মাসুদের সভাপতিত্বে সমৃদ্ধ সোনাগাজী সেমিনার ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উলাহ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নারায়ণ চন্দ্র দাস, ল্যাফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অব:), বিগ্রেডিয়ার জেনারেল (অব:) গাজী আশরাফ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক সামসুদ্দিন, অর্থনীতিবিদ আবু আহাম্মদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, সাবেক অতিরিক্ত সচিব আবুল কাশেম, সুপ্রীম কোর্টের আইনজীবি এড. মঈন উদ্দিন ফারুকী, মীরপুর বাংলা কলেজের অধ্যক্ষ শেখ ইমাম হোসেন, ড. মো: সাইফুলাহ, বিসিএস ৩৪ এ সারাদেশে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ও বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ওয়ালিদ বিন কাশেম, সোনাগাজী পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, গ্রীনল্যান্ড গ্র“পের চেয়ারম্যান মুক্তিযাদ্ধা আব্দুল হাই, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন, বিআরডিবি চেয়ারম্যান ও ফেনী জেলা পরিষদের সদস্য মো: ফারুক হোসেন, সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, সোনাগাজী ফাযিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: সিরাজ উদ্দৌলা, ব্যবসায়ী জয়নুল হুদা, গেরিলা কমান্ডার আব্দুল কাইয়ুম, প্রকৌশলী নুরুল আনোয়ার হেলাল, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন বাবলু, সাবেক সাধারণ স¤পাদক সামসুদ্দীন খোকন, সোনাগাজী পৌর বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন গঠন, প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মহিউদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো: ওমর ফারুক। সহযোগিতায় ছিলেন হেলাল, নাদিম, মোশাররফ, মিরাজ, সজিব, নজরুল, ফরহাদ, নাফিজ, কাইয়ুম, কামরুল, সাইফুল, বাপ্পী, রাজু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন রাজউকের অথরাইজড অফিসার নুর আলম সোহেল।