নিজস্ব প্রতিনিধি,ফেনীর দাগনভূঁঞায় বজ্রপাতে ফকির আহাম্মদ (৩২) নামে এক যুবকের মর্মন্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে আলাইয়ার পুর গ্রামে এ ঘটনা ঘটে।
সে দাগনভূঁঞা পৌরসভার ১ নং ওয়ার্ডের আলাইয়ার পুর গ্রামের এয়াকুব আলী ড্রাইভার বাড়ির মজিবুল হক মজু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার মোঃ আবুল খায়ের জানান, ফকির আহাম্মদ মঙ্গলবার সকালে বজ্রপাত চলাকালীন সময় বাড়ির পাশে জলাশয়ে মাছ ধরতে গেলে বজ্রাঘাতে তার শরীরের বিভিন্ন স্থান জ্বলসে গুরুত্বর আহত হয়। আশংখাজনক অবস্থায় তাকে দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার মোঃ আবুল খায়ের তাকে মৃত ঘোষনা করেন ।