![ছাগলনাইয়া ব্যবসায়ী সমিতির কমিটি গঠন ও ইফতার মাহ্ফিল ছাগলনাইয়া ব্যবসায়ী সমিতির কমিটি গঠন ও ইফতার মাহ্ফিল](http://hawkars.com/uploads/images/35364Untitled-1.jpg)
জাকের হায়দার সুমন, ছাগলনাইয়া প্রতিনিধি
উপজেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন “ছাগলনাইয়া ব্যবসায়ী সমিতি”র কমিটি গঠন করা হয়েছে। উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সোমবার সংগঠনটি সাধারণ সভার আয়োজন করে। ব্যবসায়ী আলীম উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ৫’শ ব্যবসায়ীর উপস্থিত মতামতের ভিত্তিতে ২ বছরের জন্য জিয়া হায়দার ভিপি স্বপনকে সভাপতি ও কাজী ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। সভা শেষে এক ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়। মাহ্ফিলে পৌর মেয়র মো: মোস্তফা ছাড়াও উপস্থিত ছিলেন ছাগলনাইয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক ইকবাল প্রমুখ।