
মোতাহের হোসেন ইমরান : বিশ্ব পরিবেশ দিবস'১৭ উদযাপন উপলক্ষে সোনাগাজীতে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা সোমবার অনুষ্ঠিত হয়েছে।এবারের প্রতিপাদ্য বিষয় "প্রানের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে"। বিশ্ব পরিবেশ দিবসের র্যালী সোনাগাজী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বৈশাখী বড়ুয়া, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আল মমিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: নুরনবী, একাডেমিক সুপারভাইজার নাজনিন সুলতানা, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।অনুষ্ঠান শেষে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।