
আপন জুয়েলার্সের শোরুমের গোপন কুঠুরি থেকে আরো ২২ কেজি স্বর্ণ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা।
রোববার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিসিসি) মার্কেটে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান। তিনি জানান, সকাল সাড়ে ৯টায় শুল্ক গোয়েন্দার একটি দল গুলশান-১ ডিসিসি মার্কেট শাখায় স্বর্ণ ও হীরার গয়না জব্দের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে। কাজ শেষ করে আসার পূর্ব মুহূর্তে শোরুমের অভ্যন্তরে একটি গোপন কুঠুরির সন্ধান পেয়ে সেখানে তল্লাশি চালিয়ে আরও ২২ কেজি স্বর্ণ পাওয়া যায়। সেগুলো জব্দ করে গোয়েন্দা হেফাজতে বাংলাদেশ ব্যাংকে নিয়ে যাওয়া হয়েছে।এদিকে, আপন জুয়েলার্সের উত্তরা শোরুমে ইয়াবা ও বিদেশি মদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।
এই শোরুমেই বসতেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে ও বনানীতে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ।এর আগে রাজধানীতে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুমে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তারা প্রায় সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা জব্দ করেন।