এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। আজ সেই এজবাস্টনে আবারও হানা দিয়েছে বৃষ্টি। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে। বৃষ্টির কারণে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বন্ধ রাখতে হয়েছে খেলা।বৃষ্টি আসার আগপর্যন্ত অবশ্য বেশ ভালো অবস্থানে আছে গত আসরের শিরোপাজয়ী ভারত। ৩১.১ ওভার শেষে তাদের স্কোর: ১৭৩/১। সাজঘরে ফিরেছেন শুধু শিখর ধাওয়ান। ৭৭ রান নিয়ে অপরাজিত আছেন আরেক ওপেনার রোহিত শর্মা। অধিনায়ক বিরাট কোহলি অপরাজিত আছেন ২৪ রান করে।চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারছিলেন না পাকিস্তানের বোলাররা। দ্রুতগতিতে রান সংগ্রহ করছিলেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। অবশেষে ২৫তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেয়েছে পাকিস্তান। ৬৮ রান করে ফিরে গেছেন ধাওয়ান।ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথ এখন খুব একটা দেখা যায় না। দুই দেশের রাজনৈতিক বৈরিতার শিকার হয়েছে ক্রিকেট অঙ্গনও। আজ অবশ্য আকর্ষণীয় এই ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ মিলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কল্যাণে। কিন্তু শুরু হতে না হতেই পাক-ভারত ম্যাচে হানা দেয় বৃষ্টি। পাকিস্তানের ইনিংসের দশম ওভারে বৃষ্টি শুরু হওয়ায় পৌনে এক ঘণ্টার মতো খেলা বন্ধ থাকে। এরপর বৃষ্টি থামলে আবার খেলা শুরু হয়।চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দেশ ক্রিকেট মাঠে মুখোমুখি হলে সেটা শুধুই একটা ক্রিকেট ম্যাচ থাকে না। হয়ে যায় মর্যাদার লড়াই। আজ চ্যাম্পিয়নস ট্রফিতেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টাই করবে দুই দেশ। পাক-ভারত লড়াইয়ে শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় এখন পর্যন্ত ভারতকে একবারও হারের স্বাদ দিতে পারেনি পাকিস্তান। আজ সেই ইতিহাস গড়ার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। অন্যদিকে ভারতও চেষ্টা করবে আরেকবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর। গতবারের শিরোপাজয়ীরা এবারের মিশনও শুরু করতে চাইবে জয় দিয়েই।চার পেসারের দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। প্রথম একাদশে জায়গা হয়নি রবীচন্দ্রন অশ্বিনের। উমেশ যাদব, ভুবনেশ্বর কুমারের সঙ্গে আছেন জাসপ্রিত বুমরা ও অলরাউন্ডার হার্দিক পাণ্ডে।পাকিস্তান বোলিং আক্রমণ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজের সঙ্গে আছেন মোহাম্মদ আমির ও হাসান আলী। আছেন দুই স্পিনার শাদাব খান ও ইমাদ ওয়াসিম।
ভারত দল : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও জাসপ্রিত বুমরা।
ভারত দল : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও জাসপ্রিত বুমরা।
পাকিস্তান দল : আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, ওয়াহার রিয়াজ ও হাসান আলী।