
ব্যাংক লুটপাট করে এখন সেখানে ভর্তুকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা করতে গিয়ে জনগণের ওপর করের বোঝা চাপানো হয়েছে বলেও জানান তিনি। আজ রোববার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল এই সভার আয়োজন করে। বিএনপির মহাসচিব বলেন, ‘একটা মানুষ বাংলাদেশে খুঁজে পাবেন না, যে বাজেট সম্পর্কে ভালো বলেছে। এক লক্ষ টাকা রাখলে আগে ছিল ৫০০ টাকা, এখন ৮০০ টাকা কেটে নেবে, আবগারি শুল্ক দিতে হবে। একদিকে তো ব্যাংক লুট করছেন, ব্যাংক লুট করে শেষ করে দিয়েছে। ছয়টা রাষ্ট্রায়ত্ব ব্যাংক, সেটাকে আপনারা লোকসানি প্রতিষ্ঠানে করেছেন। ১৫ হাজার কোটি টাকা সেখানে আপনি ভর্তুকি দেবেন, এই জনগণের ট্যাক্সের পয়সায়।’বিএনপিকে বাদ দিয়ে সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কীভাবে? কারণ তারা জানে, বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে তারা নির্বাচনে কোনো দিন জয়ী হতে পারবে না। আর সে নির্বাচন তারা নিয়ন্ত্রণ করবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি যেটা হয়েছে, সেটা এবার হবে না।’ ফখরুল বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এবার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব। আমরা এই দেশে সত্যিকার অর্থে দেশনেত্রীর নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করব একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য।’ বিএনপির এই নেতা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে নির্বাচনে যাবে না তাঁদের দল। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ফেরাতে অন্য কোনো উপায় নেই।