অনুমান করুন তো নারীরা ব্যবহার করেন এরকম একটি হাতব্যাগের দাম কতো হতে পারে? কয়েকশো নাকি কয়েক হাজার ডলার?
বিশ্বের সবচে দামী এরকম একটি হাতব্যাগ হংকং-এ সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে।
দাম কতো হতে পারে পরে বলছি, তার আগে জেনে নিন ব্যাগটি কিসের তৈরি এবং তাতে কি আছে।
এই হাতব্যাগে লাগানো আছে ডায়মন্ড ও হোয়াইট গোল্ড।
ব্যাগটি কুমিরের চামড়া দিয়ে বানানো।
এটি বিশেষ প্রজাতির কুমিরের চামড়া। একে বলা হয় হিমালয়ান কুমির। কারণ এর চামড়া দেখতে হিমালয়ের মতো শাদা।