বিনোদন ডেস্ক : বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলিউড সেনসেশন সানি লিওন। ব্যক্তিগত বিমানে স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং টিম-মেম্বারদের সঙ্গে যাত্রা করছিলেন সানি।
আবহাওয়া খারাপ হওয়ায় বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। তারপর ক্র্যাশ হতে হতেও শেষ মুহূর্তে বেঁচে যায় বিমানটি।
বুধবার নিজের টুইটার হ্যান্ডলে সানি লিওন লিখেছেন, ‘‘ঈশ্বরের কৃপায় জ্যান্ত আছি! খারাপ আবহাওয়ার জন্য প্রায় মরতে মরতে বেঁচে গেলাম! এখন নিরাপদে আছি আমরা। বাড়ি যাচ্ছি।’’
তিনি জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে তাদের বিমান দুর্ঘটনার মুখে পড়তে চলেছিল। খুব অল্পের জন্য বিমানটি রক্ষা পেয়েছে এবং ভয়ংকর একটি ঘটনা এড়ানো গেছে বলে তিনি জানিয়েছেন।