বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক পরিচালিত বেনবেইজ ও ইউআইটিআরসি আয়োজনে ১৫ দিনের ‘আইসিটি ট্রেনিং ফর টিচার্স’ প্রোগ্রাম এর সমাপনী ও সনদ বিতরণ শনিবার দুপুরে ফেনীর ছাগলনাইয়ায় ইউআইটিআরসি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঞা। ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া, মাস্টার ট্রেনার সাইফুদ্দিন আহমেদ ভূঞা। বক্তব্য রাখেন নিজকুঞ্জুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, রামপুর নাছির মেমোরিয়াল কলেজের প্রভাষক রুমানা জাহান, শিক্ষক জাকারিয়া মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে মনিং ও ইভিনিং শাখায় প্রশিক্ষণ নেয়া ৪৮ জন প্রশিক্ষনার্থীর হাতে সনদ ও সম্মানী ভাতা তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রভাষক আবদুল্লাহ আল-মামুন সহ অন্যদের বিশেষ সম্মাননা জানানো হয়। অর্জিত প্রশিক্ষণ কর্মস্থলে ভালো ভাবে কাজে লাগানোর আহবান জানান অতিথিরা।