মোতাহের হোসেন ইমিরান : নোয়াখালীর কোম্পানীগঞ্জ- সোনাগাজী- চট্রগ্রামের জোরারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনাগাজী বাজারসহ পৌর এলাকার অংশে নিন্মমানের কাঁচামাল ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে সোনাগাজী বাজারসহ ৮০০ মিটার সড়কের সংস্কারের উদ্দেশ্যে উপড়ে ফেলা হয়েছে। ফলে বৃষ্টির পানিতে কাদায় একাকার হয়ে গেছে। পবিত্র রমজান মাসে বাজারের অংশ সহ এ ৮০০ মিটার সড়কে উপড়ে ফেলার কারণে খানা খন্দে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। এ নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ অংশের কাজ পেয়েছেন ফেনীর রামপুরের ঠিকাদার দিদার। সাধারণ মানুষ ঠিকাদার দিদার ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করেছেন। সোনাগাজীবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশীত এ সড়কটির দায়সারা কাজ করা হলে সাধারণ মানুষ যে কোন সময় রুখে দাঁড়াতে পারে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর অভিমত। ব্যবসায়ী আবুল কাসেম জানান, সোনাগাজী বাজারের অংশে জলে কাদায় একাকার হয়ে যাওয়ায় ক্রেতা সাধারণ বাজারে প্রবেশ করেনা। লাখো মানুষের দুর্ভোগ চরমে।সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে পবিত্র এ রমজান মাসে ব্যবসায়ীদের চরম ক্ষতি হচ্ছে। বেলাল হোসেন নামের জনৈক ব্যক্তি জানান, দায়সারা কাজের জন্য সোনাগাজীবাসী যে কোন সময় গণ আন্দোলনে নামতে পারে। আর যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে। সবার মনে একটাই প্রশ্ন নোয়াখালীর- চট্রগ্রামের আঞ্চলিক মহাসড়কের কাজ কবে শেষ হবে? কবে দুর্ভোগ শেষ হবে।