নিজস্ব প্রতিনিধি->> ফেনী সদর হাসপাতাল থেকে চুরি হওয়ার ২ দিন পর শিশু মেহেদী হাসানকে ছাগলনাইয়া থেকে উদ্ধার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাত নাছির দীঘি রাস্তার মাথা এলাকার নাঈম উদ্দিন হাজী বাড়ির সামনে থেকে তাকে উদ্ধার করে । এ সময় সেলিম নামের একজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে মেহেদী হাসান অসুস্থ হলে পরদিন সোমবার সকালে তার মা মোহছেনা বেগম শিশুটিকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আউটডোরে টিকেট কেটে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে লাইনে দাঁড়ানো দুই মহিলাকে শিশুটিকে কিছুক্ষণ রাখতে দেন। শিশুর মা টয়লেটে গেলে শিশুটিকে নিয়ে দুই মহিলা উধাও হয়ে যায় । এরপর থেকে শিশু উদ্ধারে পুলিশের তৎপরতা শুরু করে পুরো জেলায়। মঙ্গলবার গভীর রাত নাছির দীঘি রাস্তার মাথা এলাকার নাঈম উদ্দিন হাজী বাড়ির সামনে থেকে তাকে উদ্ধার করে । এ সময় সেলিম নামের একজনকে আটক করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খাঁন চৌধুরীর শিশু মেহেদীকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।