প্রেস বিজ্ঞপ্তি ॥ ফেনীর দাগনভুঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামের সুলতানা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে দুর্নীতি বিরোধী ‘সততা সংঘ’ কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলের এডভোকেট জহুর অডিটরিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক সভা শেষে এ কমিটি গঠন করা হয়।
সভায় সুলতানা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মনির আহাম্মেদর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী অঞ্চলের সহকারী পরিদর্শক মো. গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন দাগনভুঞা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হালিম, সহ সভাপতি আবদুল হালিম ও সেক্রেটারি মো. আবুল ফারাহ্ প্রমূখ।
বক্তারা বিশ্ব দুর্নীতির তালিকায় বাংলাদেশের নাম নিচে নামিয়ে আনবার লক্ষে দুর্নীতি মুক্ত প্রজন্ম গড়ার গুরুত্ব আরোপ করেন। তারা এ লক্ষে দুর্নীতি প্রতিরোধে আত্ম সচেতনতা, পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়াতে স্কুল পর্যায় শিক্ষার্থীদের করণীয় বিষয়ক বক্তব্য রাখেন। তারা মনে করেন তৃণমূল থেকে দুর্নীতিমুক্ত প্রজন্ম না গড়া পর্যন্ত এ দেশের দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী যুদ্ধ সম্ভব নয়। তাই দুর্নীতি দমন কমিশন স্কুল পর্যায় ‘সততা সংঘ’ নামে দুর্নীতি বিরোধী সংগঠন গঠনের উদ্যোগ নিয়েছে।
সভা শেষে সুলতানা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের শিক্ষক শাহ আলম শাহীন ও দিলীপ চন্দ্র দাসকে উপদেষ্টা এবং নবম শ্রেণির ছাত্রী পপি আক্তারকে সভাপতি ও সুহাদা আক্তারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের ‘সততা সংঘ’ এর কমিটি গঠন করা হয়।