পিআর পদ্ধতিতে নির্বাচনই ফ্যাসিবাদ রুখবে
-পীর সাহেব চরমোনাই
হকার্স রিপোর্ট :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না; গঠিত হবে জবাবদিহিতামূলক সরকার। এতে ক্ষমতার কেন্দ্রীয়করণ কমবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। ফলে অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৩টায় ঐতিহাসিক ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভুইঁয়া এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুইঁয়া।
পীর সাহেব চরমোনাই বলেন, ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অস্থিতিশীল করে রেখেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের সময় শিষ্টাচার মানা জরুরি, কারণ কোনো অবস্থাতেই ফ্যাসিবাদকে ফের সুযোগ দেওয়া যাবে না। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্র কাঠামো ও আইনী সংস্কারের কিছুটা অগ্রগতি হলেও রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসেনি। চাঁদাবাজি, সন্ত্রাস, এমনকি রাজনৈতিক পরিচয়ে ধর্ষণের মতো অপরাধও বেড়েছে। মিডফোর্ট হাসপাতালের সামনে হত্যাকা-ের প্রতিবাদ জনতার স্বাভাবিক প্রতিক্রিয়া হলেও তা রাজনৈতিক ইস্যু বানিয়ে আড়াল করা হয়েছে। এসব অপরাধের সাথে বিএনপির সম্পৃক্ততা তাদের বহিষ্কার সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে। তাই বিএনপিকে দায় নিতে হবে এবং ভেতরের অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
তিনি ফেনীর জনগণের দুর্ভোগ প্রসঙ্গে বলেন, নদী ভাঙন, বন্যা ও পরিবেশগত অস্থিরতায় মানুষ কষ্ট পাচ্ছে। টেকসই ও বিজ্ঞানভিত্তিক বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন জরুরি। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই সনদ এখনো বাস্তবায়িত হয়নি, ফলে সংস্কারের পথ অনিশ্চয?তায় আছে। অভ্যুত্থানের এক বছর পরও সংস্কারের রূপরেখা চূড়ান্ত হয়নি, যা জাতির প্রত্যাশার প্রতি অবিশ্বাসের প্রতীক। আমরা স্পষ্টভাবে বলছি, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনী কার্যকরীকরণ ছাড়া নির্বাচন ঘোষণা করা যাবে না। সংস্কার মানে শুধু আইন বদল নয়, অতীতের ভুলের সংশোধন, নৈতিকতা পুনরুদ্ধার ও জনগণের আস্থা ফিরিয়ে আনা। ফ্যাসিস্ট অবশিষ্টাংশের দ্রুত ও ন্যায?সঙ্গত বিচার, দলনিরপেক্ষ আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন কলঙ্কিত হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির দাবি জানাচ্ছে। অভ্যুত্থানের পর যুগান্তকারী জনমত ও রাজনৈতিক ঐক্যমত গঠিত হলেও কমিশনের এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেই। নির্বাচনের মাস ঘোষণা করার আগে চজ পদ্ধতি ও রাষ্ট্র সংস্কারের বিষয়টি চূড়ান্ত না হলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে। একইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও পাচারকৃত অর্থ উদ্ধারে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপও অপরিহার্য।
গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, আলহাজ্ব জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ফেনী ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, ফেনী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুইঁয়া, ফেনী ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাইফ উদ্দিন শিপন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান এবং হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনসমূহের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাওলানা গাজী এনামুল হক ভুইঁয়া বলেন, চাঁদাবাজি ও রাজনৈতিক দস্যুতা জুলাই বিপ্লবের চেতনার বিপরীত। নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা ছিল তা আজও অপূর্ণ। সোহাগ হত্যা এর উদাহরণ। রাষ্ট্র সংস্কারের মৌলিক ইস্যুতে ঐকমত্য গড়ে না ওঠা দুঃখজনক। তিনি বলেন, জুলাই বিপ্লব ছিল নতুন বাংলাদেশ আবিষ্কারের সূচনা। বিপ্লবীদের শ্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে এক বাক্সে ভোটের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত