মো. শফি উল্লাহ রিপন, সোনাগাজী থেকে:
সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউপির ৬ নং ওয়ার্ডের শফি ড্রাইভার বাড়ীর দরিদ্র রিকসা চালক আবুল কালামের মেয়ে জাহিদা বেগমের গায়ে হলুদ বুধবার রাতে। সকালে পিতা আবুল কালাম মেয়ের বিয়ের বাজার করতে সোনাগাজী বাজারে এসে চোরের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে অঝোরে কাঁদছে। তার কান্নায় অনেক মানুষের ভীড় হলেও কারো কিছু করার নেই।সবাই তাকে শান্তনা দেওয়ার চেষ্টা করছে।
রিকসা চালক আবুল কালাম বলেন, মেয়ের বিয়ের জন্য মানুষের কাছ থেকে হাত পেতে, ভিক্ষা করে ৪০ হাজার টাকা জমা করি। বুধবার সকালে বাড়ী থেকে বাজারে গিয়ে ১০ হাজার টাকা দিয়ে স্বর্নের চেইন ক্রয় করি।দুপুরে বাড়ীতে খাওয়া খেতে ৩০ হাজার টাকা ও চেইন পকেটে নিয়ে অটোরিকসা যোগে যাওয়ার পথে হোনারপবাপের দোকানের সামনে পৌঁছলে অটোরিকসা আরোহী তিন যুবক কৌশলে সব কিছু চুরি করে নিয়ে যায়।বাড়ীতে গিয়ে পকেটে টাকা না দেখে পুনরায় বাজারে অটোরিকসা আরোহী তিন যুবককে বিষয়টি জানালে তারা উল্টো গালিগালাজ শুরু করে। এখন মেয়ের বিয়ে ভেঙ্গে যাবে তাই কান্না করা ছাড়া আর কোন উপায় নেই।
ঘটনাটি জানার পর প্রতিবেদক সরজমিনে আবুল কালামের বাড়ীতে গিয়ে দেখতে পায় একচালা কুড়ে ঘরের সামনে পরিবারের সবাই কাঁদছে।
স্থানীয় লোকজন জানিয়েছে,পরিবারটি খুবই দরিদ্র। মেয়ের বিয়ের জন্য এলাকার মানুষের কাছ থেকে হাত পেতে টাকাগুলো সংগ্রহ করেছে রিকসা চালক আবুল কালাম। গত মাসে তার ছেলে নুর করিম আত্মহত্যাা করে। ধারনা করা হচ্ছে অভাবের তাড়নায় সে আত্মহত্যা করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন কে বিষয়টি অবহিত করলে তিনি বলেন, বিষয়টি খুবই দু:খজনক। পুলিশ টাকা উদ্ধারের চেষ্টা করছে। মেয়েটির বিয়ে যেন ভেঙ্গে না যায় সে ব্যবস্থা করা হবে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত