
বহুমুখী আয়োজনে পরশুরামে কন্যা শিশু দিবস পালিত
পরশুরাম প্রতিনিধি :
পরশুরামে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে অফিসার্স ক্লাবে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরশুরাম উপজেলায় নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম।
ইউএনও বলেন, শিশুরাই গড়ে তুলবে বৈষম্যহীন বাংলাদেশ। মেধার ভিত্তিতে যোগ্য মানুষ তৈরি হতে হলে সময়ের প্রয়োজন। সেজন্য বাল্য বিয়ে বন্ধ করতে অভিভাবকদেরকে সচেতন হতে হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বোরহান উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আকতার নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল ওয়াহিদ মো: সালেহ, উপজেলা মৎস কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, নজরুল একাডেমী পরশুরাম শাখার সভাপতি ইউসুফ বকুল, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে সংগীত প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।